বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১৫:৪৪
শেয়ার :
বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিষ পান করে এতেম আলা শেখ (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের বালুলতলা গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার মধ্যে নিজের ঘরে থাকা ঘাস মারার বিষ পান করেন তিনি।

এ ঘটনায় এতেম আলী অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী প্রথমে দেখে চিৎকার চেঁচামেচি করে। পরে আশেপাশের লোকজন এসে তাকে চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার তিমি মারা যান। এতেম আলী দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানান তার স্ত্রী। 

স্থানীয়রা বলেন, এতেম আলী অনেকদিন ধরে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিল। হয়তো সে কারণেই আজ তিনি বিষপান করেন। তার স্ত্রীর চিৎকারে অনেকেই এগিয়ে এসে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একইসঙ্গে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।