বনানীতে উদ্বোধন হলো Hoor-এর নতুন আউটলেট

অনলাইন ডেস্ক
১০ জুলাই ২০২৫, ২০:৪২
শেয়ার :
বনানীতে উদ্বোধন হলো Hoor-এর নতুন আউটলেট

ফ্যাশনপ্রেমী নারীদের জন্য আরেকটি নতুন ঠিকানা — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Hoor এখন বনানীতে তার নতুন আউটলেট নিয়ে হাজির। আজ বৃহস্পতিবার বিকেলে Banani 11, Circle Aztec Obaid Grand Palace-এর গ্রাউন্ড ফ্লোরে এই নতুন আউটলেট উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দুই দিন অর্থাৎ ১০ ও ১১ জুলাই থাকছে বিশেষ ৫০ শতাংশ ছাড়, শুধুমাত্র বনানী শাখায় প্রযোজ্য।

Hoor সবসময় কাজ করে ফ্যাশনেবল প্রিন্ট, ঐতিহ্য ও প্রকৃতির ছোঁয়ায়। এই ব্র্যান্ডের পোশাকগুলো তাদের ইউনিক নকশা, উন্নতমানের কাপড় এবং কমফোর্টেবল ফিট-এর জন্য আলাদা পরিচিতি তৈরি করেছে।

Hoor-এর যাত্রা শুরু হয় ২০২০ সালে, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মো. নুরুল ইসলামের অনুপ্রেরণায়। তার স্বপ্নকে বাস্তব রূপ দেন যমুনা গ্রুপের পরিচালক ও উদ্যোক্তা সুমাইয়া রোজালিন ইসলাম। তার হাত ধরেই “Hoor” হয়ে ওঠে এক আধুনিক নারীর ফ্যাশনের বিশ্বস্ত ঠিকানা।