সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫৭৬ কোটি টাকার বিও হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা মূল্যমানের ২৬টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন।
আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে মানলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য সাত জন সদস্যের একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবসমূহ নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর করার প্রচেষ্ঠা করা হচ্ছে। এসব বিও হিসাবসমূহ নগদায়ন বা অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য বিও হিসাবসমূহ নগদায়ন বা অর্থ উত্তোলন বন্ধ করার জন্য অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গত ১৭ জুন সাইফুজ্জামান চৌধুরীর অবৈধভাবে অর্জিত সম্পদ পাচারের মাধ্যমে যুক্তরাজ্যের ১ হাজার ৬০ কোটি টাকার সম্পদ জব্দ করে দেশটির সরকার। তার আগে গত ৫ মার্চ ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা থাকা সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।
এ ছাড়া গত ১৭ অক্টোবর সাইফুজ্জামান ও তার পরিবারের নামে থাকা যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রের ৯টিসহ মোট ৫৮০ বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন একই আদালত।