উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ধরে পুলিশে দিল জনতা
সিলেটে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও স্থানীয় জনতা। পরে ছাত্র-জনতার উপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনী রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রপলিটনের জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, গতকাল রাতে সিলেট শহরের লন্ডনী রোডের একটি বাসায় প্রদীপ রায়কে ঘেরাও করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রদীপ রায়কে আটক করে জালালাবাদ থানায় নিয়ে আসা হয়।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি হিসেবে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আরিফ উল্লাহ বলেন, ‘সিলেটের জালালাবাদ থানায়
আটককৃত দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি হিসেবে তাকে সুনামগঞ্জ নিয়ে আসছি।’