শেখ হাসিনার এপিএস লিকুর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক
০৭ জুলাই ২০২৫, ১৭:৫২
শেয়ার :
শেখ হাসিনার এপিএস লিকুর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর উত্তরার ১৩ লাখ ৬০ হাজার ৮০০ টাকার তিন কাঠার প্লট, গোপালগঞ্জ সদরের ৩০ লাখ ১১ হাজার টাকার ১৪ শতাংশ জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার দুটি ব্যাংক হিসাবে থাকা ৫ লাখ ৮৬ হাজার ৪১২ টাকা এবং পাঁচ লাখ টাকা থাকা একটি সঞ্চয়ী হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের ৪০ কোটি টাকার

পূবালী ব্যাংকের এফডিআর জব্দের আদেশও দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এসব আদেশ দিয়েছেন। লিকুর মামলায় দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক রাকিবুল হায়াত সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, হাফিজুর রহমান লিকু প্রাক্তন প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিক অনুসন্ধানে মোট ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তারর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়, আসামির মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। আসামির মালিকানাধীন স্থাবর ক্রোক এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তনদের স্বার্থে অবিলম্বে তারর মালিকানাধীন স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

উল্লখ্য, গত বছরের ১৪ অক্টোবর একই আদালত হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। আর হামিদুলের মামলায় দুদকের সহকারি পরিচালক নওশাদ আলী হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, হামিদুল হক একং তার স্বার্থ সংশ্লিষ্ট এসব হিসাবসমূহে জমা করা টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন মর্মে গোপন সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাবসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

এরআগে গত ২১ এপ্রিল হামিদুল হক এবং তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।