মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ঢাবিতে বিক্ষোভ মিছিল
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে হল চত্বর থেকে এই মিছিল শুরু হয়।
বিক্ষোভকারীরা জগন্নাথ হল থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের সামনে দিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে অবস্থান নেন। সেখানে দাঁড়িয়ে তারা ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘সোনার বাংলায় ধর্ষণ কেন, প্রশাসন জবাই চাই’, ‘ধর্ষণের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। তবে রাজু ভাস্কর্যে অবস্থানকালে কেউ বক্তব্য দেননি।