সাবেক সিইসি নূরুল হুদার আরও ১০ দিনের রিমান্ড আবেদন

আদালত প্রতিবেদক
২৭ জুন ২০২৫, ১৫:৪৯
শেয়ার :
সাবেক সিইসি নূরুল হুদার আরও ১০ দিনের রিমান্ড আবেদন

দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির পক্ষ থেকে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এই আবেদন করেছেন।

কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে ঢাকার সিএমএম আদালত শুনানি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদ্রোহের এ মামলায় এর আগে এ আসামির গত সোমবার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে নুরুল হুদার বাড়িতে গিয়ে ‘স্থানীয় জনতা’ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

উল্লেখ্য, মামলাটিতে গত ২৫ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়। পর দিন সিএমএম আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।