সোনারগাঁয়ে বিষধর সাপের কামড়ে অটো চালকের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ১১:৫৯
শেয়ার :
সোনারগাঁয়ে বিষধর সাপের কামড়ে অটো চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে অটো চালক মো. শাকিল নামে এক যুবককে সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার সনমান্দি ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামের মুসা মিয়ার ছেলে রাত ৯টায় কাজ থেকে ফেরার পথে বাড়ির পাশে থাকা ঝোপ থেকে বেরিয়ে আসা একটি বিষধর সাপ অটোচালক শাকিলের পায়ে কামড় দেয়।

পরিবারের সদস্যরা জানায়, বাড়ি ফিরে সাপের কামড়ের বিষয়টা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধ দেওয়া হয়। কিছুক্ষণ পর স্থানীয় কবিরাজের চিকিৎসার কথা বলে পায়ের বাঁধ খুলে দিলে অল্প সময়ের ব্যবধানে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়লে তার জ্বালাপোড়া ও ছটফট বেড়ে যায়। তার পরিবারের কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন জড়ো হলে তারা সবাই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নেওয়ার জন্য বলেন।

এমতাবস্থায় তার পরিবারের লোকজন ও এলাকার যুবকরা মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।