নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোসোভো ফিল্ম ডে উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক
২৬ জুন ২০২৫, ২১:৩৫
শেয়ার :
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোসোভো ফিল্ম ডে উদযাপন

কোসোভোর স্বাধীনতা দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির (ঘঝট) এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস ও বাংলাদেশে নিযুক্ত কোসোভো দূতাবাসের যৌথ আয়োজনে ‘কোসোভো ফিল্ম ডে ২০২৫’ উদযাপন করা হয়েছে।

গতকাল বুধবার দিনব্যাপী এই উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিগণ এ আয়োজনে অংশ নেন, যা অনুষ্ঠানে আন্তর্জাতিক পরিমণ্ডলের আমেজ এনে দেয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব খান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক শিক্ষার প্রেক্ষাপটে সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজনে প্রদর্শিত হয় কোসোভোর সমসাময়িক চলচ্চিত্র জগতের তিনটি প্রশংসিত সিনেমা— ‘হাইভ’ (২০২১, পরিচালনা: ব্লার্টা বাসোলি), ‘কোল্ড নভেম্বার’ (২০১৮, পরিচালনা: ইসমেত সিজারিনা) ও ‘দ্য হিরো’ (২০১৯, পরিচালনা: লুয়ান ক্রাইয়েজু)।’

চলচ্চিত্র প্রদর্শনী শুরুর আগে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব। এরপর দর্শনার্থীরা সিনেমাগুলোর মাধ্যমে কোসোভোর সংগ্রাম, সংস্কৃতি ও জাতীয় পরিচয় তুলে ধরা হৃদয়স্পর্শী গল্প উপভোগ করেন। শিক্ষার্থী, চলচ্চিত্রপ্রেমী ও আন্তর্জাতিক অতিথিদের পদচারণায় অনুষ্ঠানে প্রাণের সঞ্চার হয়।

রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, সিনেমা একটি শক্তিশালী মাধ্যম, যা দেশের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্ব করে আমরা আনন্দিত। এই আয়োজন কেবলমাত্র চলচ্চিত্র প্রদর্শনই নয়, বরং তা ছিল সংস্কৃতি ও বন্ধুত্বের এক আন্তর্জাতিক মেলবন্ধনের প্রতিচ্ছবি।