‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
২৫ জুন ২০২৫, ১৮:৩৯
শেয়ার :
 ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অন্যতম প্রতীক্ষিত শিক্ষার্থী-কেন্দ্রিক আয়োজন ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই আয়োজন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ-এর অধীনে বিইউপি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে সম্পন্ন হয়। ২৩ জুন শুরু হওয়া এই উৎসবটি শিক্ষার্থী, একাডেমিশিয়ান, নিয়োগদাতা ও শিল্পখাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের একত্রিত করে একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতার মাঝে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তোলে।

বিইউপি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত এ ক্যারিয়ার ফেস্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫টিরও বেশি খ্যাতনামা প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী আয়োজনে ছিল ক্যারিয়ার বিষয়ক সেমিনার, বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত কর্মশালা, বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা প্রদান, এবং শীর্ষ নির্বাহী ও মানবসম্পদ বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ। এই উদ্যোগের মাধ্যমে বিইউপি শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক বৃদ্ধিসহ, জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধির ক্ষেত্র তৈরি হয়।

সমাপনী অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অংশীদার প্রতিষ্ঠানসমূহকে কৃতজ্ঞতা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্পোরেট প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।