বিদ্যালয়ের দেয়াল ভেঙে বাড়ির রাস্তা নির্মাণ করলেন বিএনপি নেতা

রাজবাড়ী প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ২১:৫৩
শেয়ার :
বিদ্যালয়ের দেয়াল ভেঙে বাড়ির রাস্তা নির্মাণ করলেন বিএনপি নেতা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রভাব খাটিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের দেয়াল ভেঙে বাড়ির রাস্তা তৈরী করলেন এক বিএনপি নেতা। ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, গত ৫ আগষ্টের পর জামালপুর ইউনিয়নের গুপ্তলক্ষণদিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে ও ৭নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি সাইফুল ইসলাম তার লোকজন নিয়ে রাতের অন্ধকারে বিদ্যালয়ের দেয়াল ভেঙে ফেলেন। পরে বিদ্যালয়ের জমি দখল করে তার বাড়িতে প্রবেশের রাস্তা নির্মাণ করেন।

বিষয়টি প্রধান শিক্ষক আব্দুস সালাম গত ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে অবগত করেন। এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার পাননি প্রধান শিক্ষক।

সাইফুল ইসলাম কোনো কিছুর তোয়াক্কা না করে তার বাড়ি যাওয়ার রাস্তায় ইটের কাজ চালিয়ে যাওয়ায় গত ১৫ জুন পুনরায় প্রশাসনকে অবগত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফলে আজ সোমবার বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স বিষয়টি তদন্ত করে ইউএনওসহ সংশ্লিষ্টদের নিকট প্রতিবেদন দাখিল করেন।

প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। স্কুলের সভাপতি ও উপজেলা প্রশাসন যে ব্যবস্থা নিবে, এটাই আমরা মেনে নিবো।’

তবে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, ‘জমিটি আমাদের। জমি আমরা পাবো। এ কারণে রাস্তা প্রসস্থ করেছি। প্রশাসন কাগজপত্র দেখে সুষ্ঠু সমাধাণ করুক।’

স্কুলের সভাপতি ও সমাজ সেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স বলেন, ‘বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়াল ভেঙে ফেলে রাস্তা প্রসস্থ করে নিয়েছেন সাইফুল ইসলাম। আজ বিষয়টি তদন্ত করে লিখিতভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে জানিয়েছি।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘শুনেছি ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) বিদ্যালয় ও স্থানীয়দের নিয়ে জমি পরিমাপ করে বিরোধ নিরসনের জন্য বলেছি।’