ধর্ষণ মামলায় শাবিপ্রবির দুই ছাত্র রিমান্ডে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই ছাত্রকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুন-অর-রশীদ শুনানি শেষে এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান। এরমধ্যে শান্ত তারা আদনান ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কর্মী এবং জুলাই আন্দোলনে হামলার মামলার আসামি বলেও জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মো. তাজউদ্দিন জানান, মামলার তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে আসামিদের আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির সময় বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা আদালতের এজলাস কক্ষের বারান্দায় অবস্থান নেন, পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বেলা সাড়ে ১২টার দিকে রিমান্ড মঞ্জুরের পর আসামিদের প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২ মে ঈদের আগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গত ১৯ জুন রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভাগ ও বিভিন্ন ছাত্র সংগঠন অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল ও ফাঁসির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!