পরপর দুবার ‘রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস’ জিতল এপেক্স
এপেক্স ফুটওয়্যার লি. গত ৪ জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্বনামধন্য রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৫-এ দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রেখে রিটেইল ফুটওয়্যার ব্যবসা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ‘ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার– বাংলাদেশ’ ও ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার– বাংলাদেশ’ ক্যাটাগরিতে পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
বলা বাহুল্য, গত বছরের রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৪ এর আসরেও এপেক্স এই দুই ক্যাটেগরিতে পুরস্কার লাভ করেছিল।
এশিয়ার রিটেইল ইন্ডাস্ট্রিতে কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট ও রিটেইলে নতুনত্ব আর পরিবেশ সচেতনতা ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের ভূমিকা আলোচনা আর পুরস্কৃত করার জন্য প্রতি বছর রিটেইল এশিয়া অ্যাওয়ার্ড আয়োজন করা হয়।
ওই আসরে একটি জুড়ি প্যানেলের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়ে থাকে। বাংলাদেশের ফুটওয়্যার রিটেইল খাতে জনপ্রিয় ব্র্যান্ড এপেক্স-কেও এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।
এ বছরের প্যানেলে ছিলেন- কেপিএমজি চীন, এশিয়া প্যাসিফিক ইওয়াই-পার্থেনন, পিডব্লিউসি, ইউরোমনিটর ইন্টারন্যাশনাল-এর রিটেইল ও কনজিউমারের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ; সঙ্গেই ছিলেন কেয়ারনি এন্ড পার্টনার এবং আরএসএম-এর গবেষণা উপদেষ্টাবৃন্দ। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন বার্কেনষ্টক, এইচ এন্ড এম, আইকিয়া হংকং, স্কেচার্স সিঙ্গাপুর, সেভেন-এলিভেন সিঙ্গাপুরও এই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।
১৯৯৭ সালে মাত্র ৪০০ স্কয়ার ফিটের দোকান দিয়ে শুরু হয়ে এপেক্স এখন দেশজুড়ে ৫০০টিরও বেশি স্টোরের সাহায্যে লক্ষ লক্ষ লয়াল কাস্টমারকে উন্নত মানের জুতা সরবরাহ করেছে। এপেক্সের যাত্রার প্রতিটি ধাপে তারা মানসম্পন্ন প্রোডাক্ট সরবরাহ আর কাস্টমারের অভিজ্ঞতা আরও উন্নত করাতে অগ্রাধিকার দেয়, একই সঙ্গে তারা সকল কর্মচারীর নিরাপত্তা বজায় রেখে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং ব্যবসায়িক বৃদ্ধিও অর্জন করেছে।
পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়ায় এপেক্স সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোলার এনার্জি উৎপাদন, বৃষ্টির পানি সংরক্ষণ, প্লাষ্টিক পুনর্ব্যবহারের মতো উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৫-এ এই সাফল্যের জন্য এপেক্স দেশের সকল কাস্টমারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। দেশের ফ্যাশন, রিটেইল এবং পরিবেশ সংরক্ষণের খাতে নিজেদের অবস্থান দৃঢ় করতে তারা সংকল্পবদ্ধ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আসরে নিজের অবস্থান তৈরি করে বাংলাদেশকেও বিশ্ব দরবারে ইতিবাচক পরিচিতি এনে দিয়েছে এপেক্স ফুটওয়্যার লি.।