অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার হুঁশিয়ারি ঢামেক শিক্ষার্থীদের
পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। কলেজের আবাসিক ভবন ও অ্যাকাডেমিক স্থাপনার ঝুঁকিপূর্ণ অবস্থা নিরসনে দাবিগুলো বাস্তবায়ন না হলে অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ নশনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসের মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচির পাশাপাশি আজ মিছিলও করেন ঢামেক শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন অংশে মিছিল করেন। এ সময় ‘প্রহসন মানি না, মানব না’, ‘দাবি আমাদের- মানতেই হবে’ স্লোগান দিতে থাকেন তারা।
তারা জানান, সাত মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা ভবনে এখনও তারা জীবন ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তবু এ ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন। পাঁচ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচির পাশাপাশি স্মারকলিপি দিয়েছেন তারা। কলেজ কর কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেওয়া হবে জানান শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
শিক্ষার্থীরা বলেন, শহিদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসসহ একাধিক ভবন দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সাত মাস আগে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসকে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ঢামেক কলেজ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো
১. নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস।
২. আবাসন ব্যবস্থা নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা।
৩. নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করা।
৪. আবাসন ও একাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন ও দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন।
৫. সব প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি শিক্ষার্থীদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ।
এর আগে শিক্ষার্থীদের পক্ষে এইকটি স্মারকলিপিটি ঢামেক কলেজ প্রশাসনের কাছে পৌঁছে দেন শিক্ষার্থীরা।