ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার, সম্পাদক সফিক শাহীন

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৫, ২১:৫১
শেয়ার :
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার, সম্পাদক সফিক শাহীন

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি (২০২৫-২০২৭) গঠন করা হয়েছে। ফোরামের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক এনটিভির চিফ অব করেসপন্ডেন্ট সফিক শাহীন এবং সাংগঠনিক সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

তিনি তার বক্তব্যে চাঁদপুরের মানুষকে বন্ধনে দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, চাঁদপুরের মানুষ সবসময় ক্রিয়েটিভ। চিন্তায় কর্মে এবং মননে। তাদের সে ক্রিয়েটিভিটে শুধু চাঁদপুর নয়, সারাদেশের কাছে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফেমাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনূছ উল্ল্যাহ, এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর খানসহ ফোরামের সদস্যরা।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দ্বি-বার্ষিক সাধারণ সভার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি নোমান সেলিম।

এ সময় প্রস্তাব, সমর্থনের ভিত্তিতে একেএম রাশেদ শাহরিয়ারকে সভাপতি এবং সফিক শাহীনকে সাধারণ সম্পাদক এবং মাজহারুল হক মান্না কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার ও সালেহ বিপ্লব। কমিটির বাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

এ সময় ফোরামের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।

কমিটির নাম ঘোষণার পর সদ্য সাবেক সভাপতি মিজান মালিকসহ ফোরামের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।