ডাকাতির সময় গাড়ির ধাক্কায় ডাকাতের মৃত্যু, গ্রেপ্তার ৪
গাজীপুরের শ্রীপুরে সড়কে গাড়ি আটকে ডাকাতি করছিল এক দল ডাকাত। এ সময় দ্রুত গতির কোনো একটি গাড়ির ধাক্কায় ডাকাত আরিফ (২২) গুরুত্বর আহত হন।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযান চালিয়ে আরিফ(২২), শাকিল (২৫), রিপন মিয়া (১৯), তাহসিম মিয়া (১৮) ও আবুল কালামকে (২৭) গ্রেপ্তার করে। এদিকে হাসপাতালে গুরুত্বর আহত আরিফের মৃত্যু হয়। এছাড়া ডাকাতের হামলায় সিএনজি চালক আবুল কালাম (৪০) গুরুত্বর আহত হন।
নিহত ডাকাত আরিফ কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত সিএনজি চালক আবুল কালাম উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
জানা যায়, বৃহস্পতিবার রাত একটার দিকে ১০ থেকে ১২ জনের ডাকাত দল সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে গাড়ি আটকে ডাকাতি করছিল। এসময় দ্রুত গতির কোনো এক গাড়ির ধাক্কায় ডাকাত আরিফ গুরুত্বর আহত হন। ডাকাতরা কুপিয়ে পিটিয়ে সিএনচি চালক আবুল কালমকে গুরুত্বর আহত করে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ আহত আরিফসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় আরও ৭-৮জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, রাত ১টার দিকে বাদী ও তার সঙ্গে থাকা আরও ৩ শ্রমিক একটি পিকআপে বরমী যাচ্ছিলেন। ওই স্থানে ডাকাতরা তাদের পিকআপটি আটকে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ওই দলটি আরও গাড়ি আটকে ডাকাতি করতে থাকে। ডাকাতের মারপিটে সিএনজি চালক আবুল কালাম গুরুত্বর আহত হন।
সিএনজি চালকের ছেলে রনি বলেন, ‘রাত ২টার দিকে অন্য এক সিএনজি চালক ফোন করে জানান, বাবা গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে পড়ে আছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নেই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠান। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় সেখান থেকে আজ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকায় নেওয়ার পথেই আমার বাবা মৃত্যু কোলে ঢলে পড়েন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শারমিন জানান, গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তার মৃত্যূ হয়। অপর আহত ব্যক্তিকে অন্যত্র রেফার্ড করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইচার্জ মহম্মদ আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া নামক স্থানে সড়কে ১০ থেকে ১২ জনের ডাকাত দল ৫-৬টি গাড়ি আটকে ডাকাতি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত আরিফের মৃত্যু হয়। এ ঘটনায় এক ভুক্তভোগী অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে।