ডিবি হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের স্থাপনাসহ প্লট জব্দের আদেশ
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামীয় উত্তরার একটি প্লটসহ স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।
দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
আবেদনে বলা হয়, ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির’ মাধ্যমে ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও নিকট ঘনিষ্ঠ আত্মীয়ের নামে দেশে বিদেশে ‘শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধান চলাকালে জানা গেছে, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন তার স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪১ নং প্লট ও এর উপরস্থিত স্থাপনা ক্রোক করা প্রয়োজন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
এর আগে গত ২৪ এপ্রিল তার একটি ফ্ল্যাট ও ১৮ কাঠার তিনটি প্লট জব্দের আদেশ দেন একই আদালত। গত ৬ মে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।