মাস্টার্সের ফলাফলে ৩য় হলেন রাবি শিবির নেতা

রাবি প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ২১:৫৭
শেয়ার :
মাস্টার্সের ফলাফলে ৩য় হলেন রাবি শিবির নেতা

স্নাতকোত্তরের (মাস্টার্স) ফলাফলে ব্যাচে এককভাবে তৃতীয় (সিজিপিএ ৩.৬১) হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের প্রকাশিত ফলাফল থেকে বিষয়টি জা মেহেদী হাসান ওই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানায়। তার বাবা শহিদুল ইসলাম এবং মা জেসমিন খাতুন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়।

মেহেদী হাসান সাতক্ষীরা জেলার আগারদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেছেন। তিনি আলিম সম্পন্ন করেছেন ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে। দাখিল ও আলিমে তার ফলাফল ছিল জিপিএ ৪.৮৮ ও ৫.০০।

একটি ছাত্র সংগঠনে দায়িত্ব পালন করার পাশাপাশি পড়াশোনায় ভালো ফলাফল করার বিষয়ে হাফেজ মেহেদী হাসাআলহামদুলিল্লাহ, ছাত্রশিবির করার ফলে দায়িত্বশীল ভাইয়েরা নিয়মিত খোঁজখবর নিতেন। পাশাপাশি আমি একাডেমিক ও সাংগঠনিক কাজকে ব্যালেন্স করার চেষ্টা করেছি।’

এর , স্নাতকের (অনার্স) ফলাফলেও মেহেদী হাসান ব্যাচে এককভাবে চতুর্থ (সিজিপিএ ৩.৫৭) হয়েছিলেন।ষাবর্ষের শিক্ষার্থী।