ইয়াবা সেবনকালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফরিদপুর শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে।
সজিব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার মজিবুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে শোভারামপুর সুইচগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর সুইচগেট এলাকার একটি গরুর ফার্মে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।’
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘সজিব আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারনামীয় আসামি। এই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের