সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উৎপল পাল, মো. আবদুল আজিজ ও সৈয়দ কামরুজ্জামান।
দুদকের পরিচালক ও টিম লিডার মো. মশিউর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আবেদনে বলা হয়, সাবেক ভূমি মন্ত্রীসাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানে সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে তার তিন সহযোগীর সহায়তায় বিদেশে পাচার করেছেন মর্মে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। তারা অনুসন্ধান কার্যক্রমের আওতাধীন রয়েছেন এবং মামলার সম্ভাব্য আসামি হবেন মর্মে অনুমিত হয়। তারা পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরা একান্ত আবশ্যক।