ডাকসুর তফসিলের দাবিতে চলছে দ্বিতীয় দিনের কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন।
আজ সোমবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ককটেল ফাটিয়ে, মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয় দেখানো যাবে না। লাঠি দিয়ে পিটিয়ে, হকিস্টিক দিয়ে মেরে বিপ্লবীদের থামানো যায়নি। ডাকসুর নির্বাচন কমিশন ও সময়সীমা নিয়ে আজ বিকেল ৫টায় যে সিন্ডিকেট মিটিং। গতকাল থেকে এখন পর্যন্ত আমরা ভিসির বাসভবনে সামনে অবস্থান করছি। আজই ক্যাম্পাসে ককটেল রেখে গেছে ও মুজিব হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সব করে যারা ভাবছে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভয় দেখিয়ে ডাকসু বানচাল করবে তারা বোকার স্বর্গে বাস করছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের এসব অপকর্মের জবাব দিতে প্রস্তুত আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে যারা নতুন করে আবার অস্থিতিশীল করতে চাইবে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!