জনমানবহীন সড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা। আজ রবিবার সকাল ৬টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং ফ্যাক্টরির সামনে জনমানবহীন সড়কে মিছিলটিতে ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন।
নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে এই মিছিলটি করা হয়। এতে দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার নেতা আশরাফুল ইসলাম রাজু বলেন, ‘প্রশাসনের উদাসীনতার কারণে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে ঝটিকা মিছিল করতে পারছে।’
প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আজকে তারা প্রকাশ্যে মিছিল করেছে, এরপর হয়তো অস্ত্র নিয়ে মহড়া দিবে।’
দ্রুত তাদের আইনের আওতায় আনা না হলে যেকোন সময় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল সম্পর্কে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, ‘আজ এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’
এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, ‘জাতীয়ভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম এজাহারভুক্ত আসামি। তাকে পেলেই গ্রেপ্তার করা হবে।’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
প্রসঙ্গত, এর আগে গত ১৮ মার্চ সকালে মানিকগঞ্জ পৌরসভার নবগ্রাম এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল করা হয়েছিল।