জামায়াতকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৮:৩৮
শেয়ার :
জামায়াতকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত এনদা মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন।

জানা যায়, ২০১৪ সালে জামায়াতকর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার আসামি হিসেবে আজমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।