আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলম প্রামাণিক (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রওশন আলম উপজেলার দিঘইর গ্রামের মৃত জুরান প্রামাণিকের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর দেশ পাড়া গ্রামে জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম ও উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
এতে দিঘইর গ্রামে করম আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫), মৃত জুরান প্রামাণিকের ছেলে রওশন আলী (৬৫), হাসেম আলী (৪৫), জিয়ারুল ইসলাম (৫০), আফসার আলী ছেলে সাদ্দাম হোসেন (২৭) মৃত আক্কাছ আলীর ছেলে বজলুর রহমান (৫০) ও সাদ প্রামাণিক (৪৭) আহত হন। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রওশন আলম মারা যান।
সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার বজলুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে যুবলীগ নেতা আরিফুল ইসলাম বলেন, ‘জোনাইল ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে সোহেল রানার সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে দিঘইর দেশ পাড়া বটতলা গ্রামে চায়ের দোকানের ভিতরে সোহেল রানাসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র হামলা করে। এতে আমার পক্ষের চারজন আহত হয়েছে। পরে সেনাবাহিনী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আমার চাচা আজ মারা গেছেন।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষেই মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’