ব্যবসায়ী হত্যা মামলায় এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী, ৩ জন রিমান্ডে
রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় ব্যবসায়ী মো. জাকির হোসেনকে (৫৫) হত্যার পর তিন টুকরো করে বালু চাপা দেওয়ার মামলায় আসামি আজহার আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এ ছাড়া মামলাটির আসামি শুকুর আলী, মো. রাজিব ও স্বপনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট মো. সেফাতুল্লাহ আসামি আজহার আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন ও অপর তিন আসামির পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল আমিন আসামি আজহার আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী ওঅপর তিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গত ১২ জুন পুলিশ সবুজবাগের বাইগদিয়া এলাকার ঝোপের ভেতর থেকে বালু খুঁড়ে জাকিরের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। পরে আসামিদের গ্রেপ্তার করে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, প্লাস্টিক ব্যবসায়ী জাকির হোসেন সপরিবারে সবুজবাগ থানার বাইগদিয়া এলাকায় থাকতেন। গত ৪ জুন জাকির হোসেন নিখোঁজ হন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন জাকির নিখোঁজ রয়েছেন বলে তার স্ত্রী রেখা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর মধ্যে জাকিরের খোঁজ না পাওয়ায় গত ১০ জুন আজহার আলীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সবুজবাগ থানায় একটি অপহরণের মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, জাকির হোসেন বাড়ির পাশে আজহারসহ চার-পাঁচজনের সঙ্গে বিভিন্ন সময় আড্ডা দিতেন। গত ৪ জুন সকালে জাকির বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দিয়ে গেলেও আর ফিরে আসেননি।
রাত পৌনে ১২টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে জাকির বলেন, তিনি আজহারের বাসায় আছেন। তখন তার সঙ্গে আড়াই লাখ টাকা ছিল। পরে অনেক রাতে আবার আজহারের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
আরও পড়ুন:
মৌচাকের গোল্ডেন প্লাজায় অগ্নিকাণ্ড