কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৫, ২০:৪০
শেয়ার :
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল প্রায় ৪ বছর আগে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালের ১৬ জুন ইমরান হোসেন প্রধানকে আহ্বায়ক এবং আল আমিনকে সদস্য সচিব করে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

তবে তিন মাস মেয়াদী এই কমিটি চার বছর পার করলেও এখনো আহ্বায়ক কমিটি দিয়েই চলছে সংগঠনের কার্যক্রম। অভিযোগ রয়েছে, ২৭ সদস্যের অধিকাংশই এখন আর মাঠে সক্রিয় নন, এমনকি তাদের ছাত্রত্বও বহু আগেই শেষ হয়েছে। অনেকেই বিয়ে করে সন্তানসহ সংসার করছেন বলেও আলোচনায় রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সভাপতি পদপ্রার্থী ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিনের ছাত্রত্ব শেষ হয়েছে ২০২২ সালে। ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানের পর তিনি একাধিক বিষয়ে মাস্টার্সে ভর্তি হতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী একাধিক বিষয়ে মাস্টার্স করার সুযোগ না থাকায় তার আবেদন বাতিল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার। এছাড়াও তিনি বিবাহিত এবং একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে। আরেক পদপ্রার্থী ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী, যার ছাত্রত্বও শেষ হয়ে গেছে।

সভাপতি পদপ্রার্থী ইমরান আহমেদ ফরাজী ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত। বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক আহসান নয়ন বিশ্ববিদ্যালয়ের ত্রিপোলি বিভাগের ২০১০-২০১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ত্রিপোলি বিভাগে মাস্টার্স না থাকায় এবং তিনি অন্য কোনো বিষয়ে আবেদন না করায় তার ছাত্রত্বও শেষ হয়। আরেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম অর্থনীতি বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। আনোয়ার হোসেন যুগ্ন আহবায়ক। তিনি অর্থনীতি বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত।

উল্লেখ্য, গত ২১মে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সম্ভাব্য পদ প্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাকির আহমেদ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. রিসালাত ইসলাম সজীব, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধান এবং সদস্য সচিব মো: আল আমিন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অধিকাংশ ছাত্রনেতারা বলেন, ‘বর্তমান কমিটি ২০২১ সালের কমিটি। কমিটি আরও আগেই বিলুপ্তির কথা থাকলেও সে সময়ে দেশের পরিস্থিতির জন্য নতুন করে আর কমিটি হয়নি। বর্তমান বাস্তবতায় যত দ্রুত নতুন কমিটি গঠন করা যায় ততই ভালো। আমরা চাই, দ্রুততম সময়ে যোগ্য নেতৃত্ব বাছাই করে কমিটি করা হোক। পাশাপাশি বিগত ১৫ বছরে হামলা-মামলার স্বীকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক।’