পায়রা বন্দর পরিদর্শন করল এসসিবির প্রতিনিধি দল

সংবাদ বিজ্ঞপ্তি
১২ জুন ২০২৫, ১৮:২৮
শেয়ার :
পায়রা বন্দর পরিদর্শন করল এসসিবির প্রতিনিধি দল

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর পরিদর্শন করেছেন শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার দুপুর ২টায় তারা পায়রা বন্দর পরিদর্শন করেন।

শুরুতেই প্রতিনিধিরা দেশের সম্ভাবনাময় এ বন্দরের ব্যবস্থাপনা ও উন্নয়ন অবকাঠামো পরিদর্শন করেন এবং পায়রা বন্দরের গভীর প্রবেশপথ, ঝামেলামুক্ত বার্থিং, যানজটমুক্ত, সর্বনিম্ন সরবরাহ খরচ, শূণ্য ডাউনটাইম ও পরিবেশবান্ধব সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে বন্দরের অপারেশন কার্যক্রম এর প্রশংসা করেন। এছাড়াও প্রতিনিধিরা পায়রা বন্দরের কার্যক্রমে আরও গতিশীল, আধুনিকায়ন, চ্যানেলের গভীরতা বৃদ্ধিসহ ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করার উপরও গুরুত্বরোপ করেন এবং এসব কর্মকান্ডের মাধ্যমে বন্দরটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের ব্যবসা-বাণিজ্যের বিপুল প্রসার ঘটবে ও চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে শিপার্স কাউন্সিল এর সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সান, পরিচালক আরজু রহমান ভুঁইয়া, সৈয়দ মো. বখতিয়ার, জিয়াউল ইসলাম, আতাউর রহমান খান এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ-প্রকল্প পরিচালক লে. কমান্ডার রঈম জারীফ উপস্থিত ছিলেন।