একসঙ্গে দুই বন্ধুকে হারালেন টনি ডায়েস
নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। স্ত্রী প্রিয়া ডায়েস ও একমাত্র মেয়ে অহনাকে নিয়ে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিল শহরে থাকছেন তারা। বেশ সুখেই কাটছে তাদের দিন। যার কিছুটা আঁচ পাওয়া যায় এই তারকা দম্পতির ফেসবুকে। টনি ডায়েসের জীবনে এখন বিষাদের ছায়া। গত ৯ জুন একসঙ্গে দুই বন্ধুকে হারিয়েছেন এই অভিনেতা।
ওদিন এক ফেসবুক পোস্টে টনি লিখেছেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না। আজ সন্ধ্যায় (৯ জুন), টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমি আমার দুই প্রিয় শৈশবের বন্ধু টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডুকে হারিয়েছি।’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
তিনি আরও বলেন, ‘গত বছর টরন্টোতে আমরা তিনজনই শেষবার এক সঙ্গে ছিলাম… হাসিমুখে, জানতাম না যে এটিই আমাদের শেষ মুহূর্ত হবে। অনেক স্মৃতি… অনেক হাসি…। খুব তাড়াতাড়ি চলে গেলাম, কিন্তু তোমরা সবসময় আমার হৃদয়ে বেঁচে থাকবে। দয়া করে তোমাদের প্রার্থনায় তাদের স্মরণ কর। আমার ভাইয়েরা, শান্তিতে থাক।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, প্রায় পাঁচ বছর আগে দেশে এসেছিলেন টনি ডায়েস। স্বল্প সময়ের এই সফরে শৈশব-কৈশোরের বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গায়। আড্ডা দেন বিনোদন অঙ্গনের অনেকের সঙ্গেই।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট