সখীপুরে অটোগাড়ি চাপায় শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১১ জুন ২০২৫, ১৩:২৪
শেয়ার :
সখীপুরে অটোগাড়ি চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে অটোগাড়ি চাপায় ইসরাত নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ওই শিশুটি মারা যায়। নিহত ইসরাত ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ইসরাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। এক পর্যায়ে বস্তাবোঝাই অটোগাড়িটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই অটোচালক আসাদুল পলাতক রয়েছেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি আসাদুল এলাকার একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। সে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এমন ঘটনা ঘটিয়েছেন। 

এদিকে আজ বুধবার সকাল থেকে পরিবার ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা অটোচালকের বাড়িতে হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।