মোল্লা মাসুদসহ ৩ জনের জামিন নামঞ্জুর
রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান জামিন নাঞ্জুরের এই আদেশ দেন।
গত ২৮ মে তাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড দেয়া হয়।
গতকাল মঙ্গলবার তিন আসামিকে ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবী লুৎফা বেগম পারুল জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এখনো রিমান্ডে রয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ২৭ মে আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।
অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ মে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।