রাজবাড়ীতে ঝড়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু
রাজবাড়ী ও বালিয়াকান্দিতে হঠাৎ করেই ঝড়ে গাছ পালা লণ্ডভণ্ড হয়ে যায়। গাছের ডাল ঘরের ওপর পড়ে আসমানী (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর সরদারপাড়া এলাকার কালামের স্ত্রী।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর সরদারপাড়া এলাকায় নিজ বসতঘরে কড়ই গাছের ডাল ভেঙ্গে মাথার ওপর পড়লে তিনি মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে হঠাৎ করেই রাজবাড়ী সদর, বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকায় বজ্র বৃষ্টি ও ঝড় শুরু হয়। ঘরের উপর থাকা কড়ই গাছের ডাল ভেঙ্গে ঘরের টিনের চালের ওপর পড়ে। ঘরের ভিতরে থাকা আসমানীর মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সনাজ মিয়া বলেন, ‘রাজবাড়ী-ফরিদপুর সড়কের নিতলা, আহলাদীপুরসহ বিভিন্ন এলাকায় ঝড়ে গাছ সড়কের ওপর ভেঙ্গে পড়ে। এতে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।’