সোনারগাঁয়ে সাপের কামড়ে ব্যক্তির মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মো. কবির (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত কবির সোনারগাঁও উপজেলার মোগড়াপারা ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
নিহতের ভাই আবুল কালাম বলেন, ‘আমার ভাই কৃষিকাজ করতেন। আজ বিকেলের দিকে গরুর খাবারের জন্য বাড়ির পাশে জমিতে ঘাস কাটার সময় ডান পায়ে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় প্রথমে তাকে স্থানীয় সোনারগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’
স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘আমরা নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কাছে জানতে পারি, বিকেলে গরুর ঘাস কাটার সময় কবিরকে সাপে কামড় দিয়েছিল। পরে অচেতন অবস্থায় প্রথমে তাকে স্থানীয় সোনারগাঁও উপজেলা হাসপাতালে এবং পরে ঢাকা কলেজ মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত কবিরের মরদেহ রাত ১১.৩০ মিনিটে বাড়িতে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।’