ইউকে জিয়া পরিষদের উদ্যোগে মিলাদ-দোয়া মাহফিল
ইউকে জিয়া পরিষদের উদ্যোগে মিলাদ-দোয়া মাহফিল
প্রবাস ডেস্ক
রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউকে জিয়া পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল স্থানীয় শাহাজালাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মিলাদপরবর্তী পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম সম্পাদক, কবি কাওছার মাহমুদের সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাইয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠান শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জলিল খান, ইউকে জিয়া পরিষদের সিনিয়র সভাপতি প্রফেসর ইকবাল খান, সহসভাপত মবিন ভূইয়া কাজল, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, রানা সাগর, সাইফুদ্দিন সাইফ, আওলাদ হোসেন অরুণ, শাহ সেলিম কোষাধক্ষ্য কাঞ্চন সরকার জিয়া পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক মাসুদুজ্জামান ও দপ্তর সম্পাদক মোস্তাক মুহাম্মদ শাওন।
কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জলিল খান বক্তব্য বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন সত্য নির্ভীক দেশপ্রেমিক এবং সফল রাষ্ট্রনায়ক।
জিয়ার ১৯ দফা বর্তমানে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আগামী ডিসেম্বরে নির্বাচনের মধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের করার জন্য আহ্বান জানান তিনি।
কবি কাওছার মাহমুদ, সদস্য, জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সমন্বয়কারী সর্ব ইউরোপ, তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার ব্যতীত,দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়,এই অন্তবর্তী সরকার নির্বাচন বিলম্বিত করলে, বিদেশি বিনিয়োগ কারীরা একটি অস্থায়ী সরকারের উপর নির্ভর করে বিনিয়োগ করবে না,এতে করে ডলারের সংকটের কারণে, সকল দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি ভয়ানক আকার ধারণ করতে পারে।
সহসভাপতি মমিন ভূঁইয়া কাজল বলেন, বর্তমান অন্তবর্তী কালীন সরকার চতুমূখী ষড়যন্ত্র থেকে উত্তরণের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা।
সভাপতি সাইফুল আলম চৌধুরী বলেন, একটি গণতান্ত্রিক সরকার ছাড়া বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে অপারক দেশ ও জাতির কল্যাণে ডিসেম্বর এর মধ্যে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের