জাতি গঠনে শিক্ষক-অভিভাবকদের এগিয়ে আসতে হবে: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের কল্যাণে ও মানুষের জন্য কিছু করতে হলে একটি শিক্ষিত জাতি প্রয়োজন। শিক্ষক ও অভিভাবকের আন্তরিকতা থাকলে শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠন করা সম্ভব। তাই শিক্ষিত জাতি গঠনে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।’
আজ সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ‘ডিগ্রি কলেজ অধিভুক্ত: উদ্বোধনী অনুষ্ঠান ও ট্যালেন্ট শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মোশাররফ বলেন, ‘কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল অত্র এলাকা ও আশেপাশের উপজেলার শিক্ষার্থীরা যাতে ভালোভাবে লেখাপড়া করে, ভালো ফলাফল করে, তাদের ভবিষৎ আরো উন্নত করতে পারে। সেজন্যই কলেজ প্রতিষ্ঠা করেছি। বিশ্ববিদ্যালয়ে হোক, মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটসহ সবক্ষেত্রে যদি সুযোগ পেতে হয় উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে তারপরে উপরে উঠতে হয়। তোমরা শিক্ষার্থীরা যদি ভালোভাবে লেখাপড়া করে এবং ভালো ফলাফল করে দেশের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারলে আমার এই প্রচেষ্টা সফল হবে এবং স্বপ্ন বাস্তবায়ন হবে।’
ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের গভর্নিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশনের পরিচালক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, কলেজ গভর্নিং বডির সদস্য নূর মোহাম্মদ সেলিম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা জসীম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা কামাল হোসেন প্রমুখ।