জিএম কাদেরের বাসভবনে হামলা-ভাঙচুর
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়ায় জিএম কাদেরের বাসভবন ‘দ্য স্কাই ভিউ’তে একটি মিছিল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা বিরুদ্ধে।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ ইমতি, এনসিপির রংপুর মহানগরের সংগঠক মারুফ, নয়ন ও এশরাকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় জিএম কাদেরের বাসভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। তারা বাসভবনের হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে।
এই হামলার জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলটির নেতাকর্মীরা।
তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলার এক নেতা বলেন, ‘মারুফ, নয়ন ও এশরাকের নেতৃত্বে এনসিপির রংপুর মহানগরের একটি বিপথগামী গ্রুপ এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। এই হামলার সঙ্গে আমি কিংবা এনসিপির মূল নেতৃবৃন্দের কোন সম্পর্ক নেই।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী কাজ করছে।