ঢাকায় শুরু হয়েছে অবকাঠামো নির্মাণখাত নিয়ে ৩ দিনের প্রদর্শনী
ঢাকায় অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো সরঞ্জামাদির ওপর তিন দিনব্যাপী ‘সেইফকন-২০২৫ আর্ন্তজাতিক প্রদর্শনী’ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান অবকাঠামো খাতে আধুনিক প্রযু্ক্তি ও টেকসই ম্যাটারিয়াল ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) ভাইস প্রেসিডেন্ট হান জিংচাও, গৃহায়ন ও ভবন গবেষণা কেন্দ্রের (এইচবিআরসি) নির্বাহী পরিচালক মো. আবু সাদেক, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এফইএসসিএবি সভাপতি ইঞ্জিনিয়ার জনাব মো. হাসমতুজ্জামান, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম বক্তব্য দেন।
প্রদর্শনীতে অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জাম ও যন্ত্রপাতির সঙ্গে সংশ্লিষ্ট দেশি বিদেশি প্রতিষ্ঠানসমূহ অংশ নিয়েছে। প্রদর্শনীটি চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।