আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ভাড়াটিয়ার মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
২৯ মে ২০২৫, ১৬:৫৪
শেয়ার :
আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ভাড়াটিয়ার মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে আইয়ুব আলী মোল্লা (৪৬) নামে এক ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শওকত হাসানের ছোট ভাই আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান মিন্টুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আইয়ুব আলী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খামার মাগুরা গ্রামের মোহন আলী মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, নাজমুল হাসান মিন্টুর বাড়িতে ভাড়ায় থাকতেন আইয়ুব আলী মোল্লা। গত দুই দিন ধরে তার ঘরের দরজা বন্ধ ছিল। বাড়ির লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় আশপাশের লোকজনসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, চেয়ারম্যান ও থানা পুলিশকে জানায়। পরে আজ দুপুর ১২টার দিকে সদর থানা পুলিশের উপস্থিতিতে ওই ঘরের দরজা ভাঙলে দেখা যায় গলায় রশি দিয়ে ঝুলছে আইয়ুব আলীর মরদেহ।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’