শিপার্স কাউন্সিলের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
২৮ মে ২০২৫, ২১:৪৫
শেয়ার :
শিপার্স কাউন্সিলের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) ২০২৪ ও ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের ২য় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে এসসিবির অফিসে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এসসিবির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও হিসাব বিবরণীসহ নতুন সদস্যপদের আবেদন অনুমোদন করা হয়।

এছাড়াও বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে উদ্ভূত সমস্যা ও সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন- কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা এবং পরিচালকবৃন্দ- আরজু রহমান ভূঁইয়া, সৈয়দ মোঃ বখতিয়ার, জিয়াউল ইসলাম ও আতাউর রহমান খান।