একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি
ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের নেতাকর্মীরা পৃথক মহড়া দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন প্রশাসন।
আজ সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা সদর এলাকায় এ আদেশ জারি করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষ আজ সকালে চৌরাস্তা এলাকায় একই সময়ে সভা আহ্বান করে। সভা ঘিরে সকাল থেকে নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে দুইপক্ষের লোকজন জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।
পরে উত্তেজনা বাড়তে থাকলে সংঘাতের আশঙ্কায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষে সহকারী কমিশনার (ভূমি) একেএম রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, ‘কয়েক দিন আগে কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গায় মানববন্ধন করেন। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার কয়েকজন লোক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।’
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘ওখানে স্থানীয় বিএনপি সভা-সমাবেশের আয়োজন করে। পরে প্রশাসন নিষেধ করলে তা স্থগিত করা হয়। তাছাড়া খোশবুর রহমান খোকন বিএনপির কোনো লোক নয়।’
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার এসআই সুজন বিশ্বাস বলেন, ‘এখন পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) ইমরুল হাসান বলেন, ‘কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’