‘আলী’কে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন তারকারা

বিনোদন প্রতিবেদক
২৫ মে ২০২৫, ১৫:১০
শেয়ার :
‘আলী’কে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন তারকারা

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘আলী’। এবারই প্রথম বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো বাংলাদেশের সিনেমা। উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’কে। গতকাল শনিবার উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা আসে।

দেশের সিনেমায় এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ ‘আলী’র পুরো টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজের তারকারা। এ নিয়ে লিখছেন ফেসবুকেও। শাকিব খানের মতে, এটি দেশের জন্য ঐতিহাসিক ঘটনা।

আজ রবিবার শাকিব তার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম ‘আলী’।’ নায়কের এমন শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি মন্ত্রনালয় থেকে ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানানো একটি ফটোকার্ড শেয়ার করেছেন। আর তাতে লেখা আছে, ‘আদনান আল রাজীব এবং “আলী” টিম বাংলাদেশের জন্য প্রথমবারের মতো পুরস্কার বয়ে এনেছে কান চলচ্চিত্র উৎসব থেকে। আদনান আল রাজীব পরিচালিত “আলী” কানের শর্টফিল্ম বিভাগে স্পেশ্যাল জুরি মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে।’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘ঘুম থেকে উঠে এর চেয়ে আর ভালো খবর কী হতে পারে? অভিনন্দন “আলী” টিম।’

জনপ্রিয় অভিনেত্রী ও আদনান আল রাজীবের স্ত্রী মেহজাবীন চৌধুরী কানের একটি মুহূর্তের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমার স্বামী ইতিহাস রচনা করেছে।’

কানে প্রথম অফিসিয়াল সিলেকশন হওয়া বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’র প্রধান চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধনও শুভেচ্ছা জানিয়েছেন তাদের।

নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘আজ আমি সবচেয়ে গর্বিত চলচ্চিত্র নির্মাতা ও আমার বন্ধু আদনান আল রাজীবের জন্য। তার শর্টফিল্ম “আলী” কান উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে!’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘বাংলাদেশকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করে তোলার জন্য আদনান আল রাজীব এবং “আলী” টিমের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশকে গর্বিত করার জন্য ধন্যবাদ।’

প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুক আদনান আল রাজীব, কামরুল হাসান খসরু ও টিম। ভালোবাসা।’

গুণী অভিনেত্রী মৌটুসী বিশ্বাস লিখেছেন, ‘যে সাংস্কৃতিক কর্মকান্ডের উপর থাবা দিয়ে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে সেখান থেকেই এলো বিশ্ব জয়ের খবর। আজকের দিনে এর চেয়ে ভালো আর কি হতে পারে। ধন্যবাদ আদনান আল রাজীব, তানভীর হোসেন এবং “আলী”র পুরো টিমকে।’

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। অভিনন্দন আদনান আল রাজীব ও “আলী” টিম।’

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘অভিনন্দন আদনান আল রাজীব! ওহ মাই গড, কি অসাধারণ সাফল্য মাশাআল্লাহ! তোমার এবং তোমার দলের জন্য আমি গর্বিত… এটা তো মাত্র শুরু।’

এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, রায়হান রাফী, অনম বিশ্বাস, অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী রুনা খান, তানজিকা আমিন, শবনম ফারিয়া, তমা মির্জা, আশনা হাবিব ভাবনা, কাজী নওশাবা আহমেদ, মৌসুমী হামিদ, মোহসীনা আক্তার, নাজিফা তুষি, সুনেরাহ বিনতে কামালসহ অনেকেই।

এদিকে, কানে মনোনয়নের পর আদনান আল রাজীব বলেছিলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ক্যাটালগ নামে। বাংলাদেশ থেকে সেই প্রতিষ্ঠানে আছি আমি আর তানভীর, ফিলিপাইন থেকে আছে আমাদের আরও দুজন বন্ধু। চারজন মিলে গত বছরে প্রতিষ্ঠানটা শুরু করি। শুরুর পর কোনো কাজ করা হচ্ছিল না। এরপর আমরা কাজ শুরু করলাম। “আলী” গল্পটা বানালাম, যা আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রযোজনা। ফেব্রুয়ারিতে আমরা জমা দিই কান উৎসবে। এরপর জানতে পারলাম মনোনয়নের খবর।’

কানের অফিসিয়াল ওয়েবসাইটে সিনেমাটির গল্প প্রসঙ্গে বলা হয়েছে- উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।