জেলা বিএনপির আহ্বায়কের বাসায় লুটপাট-চুরি

রাজবাড়ী প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৬:৩০
শেয়ার :
জেলা বিএনপির আহ্বায়কের বাসায় লুটপাট-চুরি

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলীর বাসায় ভাংচুর-লুটপাট ও চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার এ চুরির ঘটনা ঘটে।

অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, ‘রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। স্ত্রীকে নিয়ে গত বুধবার ঢাকায় আসি। দুই সন্তানও ঢাকায় অবস্থান করছে। ফলে বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাসার দোতলায় নির্মাণ কাজ করতে আসা মিস্ত্রিরা তালা ভাঙা অবস্থায় দরজা খোলা দেখতে পায়। এ সময় ঘরের বিছানা উল্টানো, আসবাবপত্র এলোমেলো এবং কাপড়-চোপড় ছড়ানো অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশী শাকিলকে খবর দেয় তারা। পরে শাকিল আমাকে ফোনে বিষয়টি অবগত করে।’

তিনি আরও বলেন, ‘আমি ঢাকার একটি হাসপাতালে আছি, এরই মধ্যে গত রাতে আমার বাসার তালা ভেঙে সব কিছুই চুরি হয়ে গেছে। পুরো বাসা লুটপাট হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে গেছে। এখনও নিশ্চিত করে বলতে পারছি না ঠিক কী কী জিনিসপত্র চুরি হয়েছে। তবে অনেক মূল্যবান জিনিস বাসায় ছিল। বাড়ী ফিরে বিস্তারিত বলতে পারবো।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’