জাবি শিক্ষার্থীর মৃত্যু: সড়ক সংস্কারে নেই দৃশ্যমান উদ্যোগ

জাবি প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৫:০১
শেয়ার :
জাবি শিক্ষার্থীর মৃত্যু: সড়ক সংস্কারে নেই দৃশ্যমান উদ্যোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সড়ক সম্প্রসারণ ও সংস্কারের প্রয়োজন হলেও নেওয়া হয়নি কার্যকর কোন পদক্ষেপ। গত বছরের ২৬ ডিসেম্বর রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান জানিয়েছিলেন দ্রুতই রাস্তা সংস্কার ও ফুটপাতের কাজ শুরু হবে। জানুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকে টেন্ডার ছাড়া হবে। তবে ইতোমধ্যে মে মাস পার হতে চললেও নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কসহ কোনো সড়কই যথেষ্ট প্রশস্ত নয়। ফলস্বরূপ শিক্ষার্থীদের রাস্তার মধ্য দিয়ে হাঁটতে হয়। এতে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। রাস্তায় ফুটপাত না থাকায় হেঁটে চলাচল করাও কঠিন হয়ে উঠছে। আলবেরুনি এক্সটেনশনের রাস্তা অনেকদিন যাবৎ ভাঙা। বৃষ্টি হলেই পানি জমে।

এছাড়া শহিদ রফিক-জব্বার হলের সামনে দিয়ে নতুন দুই হলে যাওয়ার রাস্তার কাজ এখনো করা হয়নি। খানাখন্দভরা এই রাস্তা বৃষ্টির পরে চলাচল অনুপযুক্ত হয়ে যায়। মেয়েদের হলের সামনের রাস্তার বিভিন্ন যায়গায় ভাঙা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সরু রাস্তায় চলছে শাটল বাস। ফুটপাত না থাকায় হেঁটে চলাচলে ঝুঁকি থেকেই যাচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, ‘হাজার কোটি টাকা ব্যয়ে জাবিতে নানারকম উন্নয়ন প্রকল্প চললেও সড়কের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে কোনো মাথাব্যথা নেই। এভাবে চলাচল করা খুবই কষ্টকর ও অনিরাপদ।’

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থী রাচির সড়ক দুর্ঘটনায় মৃত্যুর এতদিনেও রাস্তা সংস্কার হলো না। এটা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন শুধু আশ্বাসের ফুলঝুরি দিচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, ‘শুনেছিলাম খুব দ্রুত সময়ের মধ্যেই সড়ক সংস্কার হবে। কিন্তু অর্ধবছরেও শেষ হল না সেই তথাকথিত দ্রুত সময়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ‘উপাচার্য দায়িত্ব পাওয়ার পর গত ১২ সেপ্টেম্বর সড়ক সংস্কারের প্রকল্প স্থগিত করা হয়। পরবর্তীতে ২৫ নভেম্বর তিনি সংশোধিত প্রকল্প অনুমোদন দেন, যার ফলশ্রুতিতে ২৪ ডিসেম্বর টেন্ডার প্রস্তুত করা হয়। কিন্তু পরে এ কার্যক্রম আর এগোয়নি।’