হজযাত্রায় সৌদিতে আরও একজনের মৃত্যু, পৌঁছেছেন ৫১২৭৮ জন
হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট নয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার আ. হান্নান মোল্লা (৬৩) নামের এক হজযাত্রী সৌদি আরবের মক্কায় মৃত্যুবরণ করেন। তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
আজ মঙ্গলবার হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে গত শনিবার দিনগত মধ্যরাত পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ১৩০টি হজ ফ্লাইটে ৫১ হাজার ২৭৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আরও পড়ুন:
গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করল সৌদি
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২১টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।
আরও পড়ুন:
সৌদির রাস্তায় স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু