টোকিওতে ইকেবানার প্রদর্শনী
টোকিওর ইতাবাসির তাকাশিমাদায়রাতে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
আজ রবিবার এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
তাকাশিমাদায়রা এক্টের পরিচালক ইয়োশিনারী কাৎসুওর সহযোগিতায় এই প্রদর্শনী সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
ইকেবানার অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ করিম।
ইয়োশিনারী কাৎসুও তার মন্তব্যে বলেন, ‘বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের ৮ জন সদস্য বাংলাদেশ থেকে এসে তাকাশিমাদায়রাতে যে প্রদর্শনীর আয়োজন করেছেন, তা সত্যিই প্রসংশার দাবীদার।’
হারাদা কাজুকো এবং সাওয়া কিয়োকোকে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
এই অনুষ্ঠানে টোকিওর রিক্কিউ বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিজুকামি এবং অধ্যাপক নোরো এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জাপানের সাংস্কৃতিক সংগঠন উত্তরনের পরিবেশনা সবাই উপভোগ করেন।