জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আলোচনা সভা-র‌্যালি

সংবাদ বিজ্ঞপ্তি
১৮ মে ২০২৫, ১৬:১৩
শেয়ার :
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আলোচনা সভা-র‌্যালি

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ‘আপনার ব্লাড প্রেসার সঠিক ভাবে মাপুন, নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হউন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে গতকাল শনিবার এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব জনাব সাঈদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সফিউদ্দিন, সদস্যসচিব অধ্যাপক ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ। এছাড়াও অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, অধ্যাপক ডা. মহসিন হোসেন, অধ্যাপক ডা. সাবিনা হাশেম ও অন্যান্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।