রাষ্ট্রীয় মর্যাদায় ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাবার দাফন সম্পন্ন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রামাণিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আজ শুক্রবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে পঞ্চগড়ের বোদা পৌর এলাকার দক্ষিণ সাতখামার গ্রামের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আমিনুল হক বোদা পাইলট হাই স্কুল এন্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক প্রয়াত আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান। তিনি জীবদ্দশায় ঠাকুরগাঁও জেলায় মুন্সিরহাট হাই স্কুলে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে অবসরে যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সাদ্দাম হোসেনসহ দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। আজ শুক্রবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে ১১ মাইল নামক এলাকায় মরহুমের নামাযে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তবে এ সময় সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন মরহুমের ছোট জামাতা খাইরুল আলম।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের