ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পারভেজ মল্লিকের

নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৫, ২৩:৩২
শেয়ার :
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পারভেজ মল্লিকের

সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুবারের সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। গতকাল বুধবার বিকালে নিজ এলাকা খুলনার তেরখাদায় ইখরি কাটেংগা স্কুল মাঠে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন নির্দেশনা তৃণমূলে পৌঁছে দেন পারভেজ মল্লিক। বক্তব্যে তিনি বিভেদ ভুলে তারেক রহমানের আহ্বানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

পারভেজ মল্লিক বলেন, ‘আগামীতে দলের মনোনীত প্রার্থী যেই হোক না কেন ধানের শীষের প্রতি তার সমর্থন সর্বপ্রথম হবে।’

অবহেলিত জনপদের সন্তান হিসেবে তিনি দীর্ঘ প্রবাস জীবন থেকে জনপদের মানুষের পাশে কিভাবে পাশে ছিলেন তার বর্ণনা দিয়ে পারভেজ মল্লিক বলেন, ‘এই জনপদের সেবক হিসেবে কাজ করতে চাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওছার আলী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. রবিউল হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সরদার আবদুল মান্নান, সম্মেলন কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্লা মাহাবুবুর রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি ইকরাম হোসেন জোমাদ্দার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফ নাইমুল হক, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোল্লা আজিজুর রহমান (গাউস), উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হক শিকদার, সাবেক জিএস নর্থ খুলনা ডিগ্রি কলেজ ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. রফিক মোল্লা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রবিউল ইসলাম লাকু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজিবার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রিনা শিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য বাবু মোল্লা, তফসির ফকির, সাবেক সদস্য শেখ আরিফ, সাবেক সদস্য গুলজার আলম, সাবেক সদস্য দেলোয়ার মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি রাজু চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাবু মোল্লা,কৃষক দলের যুগ্মসাধারণ সম্পাদক জি আর কাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুবদল নেতা পারভেজ মুন্না, মহিদুল ইসলাম।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ের উল্লেখযোগ্য নেতারা ননীক মেম্বার, মান্নু শেখ, লালিম শেখ, আবু তালেব, যুবদল নেতা সোহেল তাজ, শহীদুল ইসলাম, জুয়েল, সোহেল শেখ,ফারুক মেম্বার, ফরিদ মেম্বার, তারেক রেজা, এনামুল শেখ, শিহাব, জিয়াদ শেখ, বাহার মোল্লা, মশিয়ার মোল্লা, সোহেল রানা, আজিজ,ফরিদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।