বাংলাদেশ-কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইউআইটিএসে সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি
১৫ মে ২০২৫, ১৬:৪৪
শেয়ার :
বাংলাদেশ-কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইউআইটিএসে সেমিনার

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এক বিশেষ সেমিনারের আয়োজন করে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক’ শীর্ষক উক্ত সেমিনারটি ইউআইটিএসের রত্মগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতি লক্ষ করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ মহসিন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইটিএসের উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

সেমিনারটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং এরপর বাংলাদেশ ও কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দুই দেশের মধ্যকার সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রতীকী অভিব্যক্তি তুলে ধরা হয়।

প্রধান অতিথি রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক তার মূল বক্তব্যে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতি অঙ্গনে বিদ্যমান সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি পারস্পরিক উন্নয়নের স্বার্থে এই সহযোগিতা আরও গভীরতর করার আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন, যেখানে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক ও সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোকপাত করেন।


এর আগে ইউআইটিএস পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ‘কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও এর শিক্ষা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন, যা দক্ষিণ কোরিয়ার বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির অভিজ্ঞতা ও বাংলাদেশের প্রেক্ষাপটে তা থেকে গ্রহণযোগ্য শিক্ষার সম্ভাবনা তুলে ধরেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধানরা, বিভিন্ন ইউনিটের পরিচালকরা, শিক্ষকমণ্ডলী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সক্রিয় ও আন্তরিক এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংলাপে সম্পৃক্ততা এবং বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শেখার প্রতিশ্রুতি প্রকাশ করে।

‘বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক’ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সেমিনারটি ছিল একটি তাৎপর্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন, যা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি ইউআইটিএসের একাডেমিক সম্প্রদায়ের আন্তর্জাতিক চিন্তা-চর্চায় অংশগ্রহণের উজ্জ্বল নিদর্শন। রাষ্ট্রদূতের উপস্থিতি ও অংশগ্রহণ সেমিনারটিকে এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছে, যা দুই দেশের মধ্যকার সম্ পর্ককে আরও সুদৃঢ়।