এনবিআর বিলুপ্তিকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ এবং বাংলাদেশ পেপার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
তারা বলছেন, ‘গত ৫ মে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক যুগান্তকারী অধ্যাদেশ জারি করেন।রাজস্ব খাতে অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের যুগোপযোগী সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।’
আরও পড়ুন:
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
সংগঠনের সভাপতি এহসান এ খান বলেন, রাজস্বখাত সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবমুখী যুগান্তকারী এ সিদ্ধান্তের ফলে ব্যবসা বানিজ্যে শৃঙ্খলা ও দুর্নীতি প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হবে।সরকারের রাজস্ব বহুলাংশে বৃদ্ধিতেও তা সহায়ক হবে।
বাংলাদেশ পেপার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি শফিকুল ইসলাম ভরসা বলেন, এটি একটি অসাধারণ সিদ্ধান্ত, এতে ব্যবসায়ীরা লাভবান হবেন।