দেশে আর ছাত্রহত্যা চাই না: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৮:৪২
শেয়ার :
দেশে আর ছাত্রহত্যা চাই না: রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত দিনে ছাত্ররা আন্দোলন করেছে তাদের অধিকারের জন্য। বাংলাদেশের আর কোনো প্রধানমন্ত্রী দেশের ছাত্রদেরকে গুলি করে হত্যা করুক এটা আমরা চাই না।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে চৌপল্লী কালী দাস উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জন্য হোয়াইটবোর্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘লক্ষ্মীপুরের উত্তর জয়পুরে বিজয়কেও হত্যা করা হয়েছে। আমরা আর এ হত্যাকাণ্ড দেখতে চাই না। শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি দেখতে চাই না। শিক্ষকদের কেউ লাঞ্ছিত করুক এরকম ছাত্র আমরা দেখতে চাই না।’

তিনি বলেন, ‘শিক্ষকরাই হচ্ছেন আমাদের সেরা মুকুট। আমাদের বাবা চান আমরা বড় হই। আমাদের শিক্ষকরা চান ছাত্র-ছাত্রীরা তাদের থেকেও বড় হোক। এজন্য আসুন আগামি দিনে উন্নত বাংলাদেশ ও উন্নত লক্ষ্মীপুর গড়বার জন্য আমরা প্রচেষ্টা চালাই।’

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আজাদ ও সেক্রেটারি জাহিদ হোসাইন প্রমূখ।